ইমরান সরকার স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া মাছের মাছ ব্যবস্যায়ী শ্রী ধামকে পিটিয়ে হত্যা ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টার টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা জানান, বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে হত্যার ঘটনা ঘটেছে । এই ঘটনা তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোফররফ হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন । তিনি জানান সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি তদন্ত করছি । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নিবো ।