মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন থেকে গাইবান্ধায় আওয়ামী লীগের অফিস হামলা করে ভাঙচুর ও মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়েছে ।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে সকাল ১১টায় দুই হাজারেরও অধিক শিক্ষার্থী একত্রিত হয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে ডিবি রোডের এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে ঘুরে
মিছিলটি বড় মসজিদের দিকে যায় আবারো বড় মসজিদ থেকে ঘুরে ১ নম্বর রেলগেটে এসে বিক্ষোভ করতে থাকে।এ সময় শিক্ষার্থীর বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, হাতে লেখা পোস্টার নিয়ে ভুয়া , ভুয়া, রাজাকার, রাজাকার স্লোগান দিতে থাকে।
রাস্তা প্রায় তিন ঘন্টা অবরোধ করে রাখেন।
এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরে যাত্রী সাধারণ বিক্ষোভকারীরা । ট্রেন চলাচল রাস্তা বন্ধ করে দেন। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর শুরু করে।
জেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বরে থাকা ১০ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় । শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ অফিসের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতলুবর রহমান, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ ৬ থেকে ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। বিক্ষোপকারীদের হামলায় পুলিশ সাংবাদিকসহ অন্যান্য ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জেলা বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ফলে শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ