ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কড়্গে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল, সিভিল সার্জন ডা: আব্দুল্লহেল মাফি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম,ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ,সদর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদ আল হাসান, প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড পর্যালোচনা এবং অসমাপ্ত কাজগুলো দ্রত সম্পাদনের উপর গুরম্নত্বারোপ করা হয়। এছাড়া যেসব দপ্তরের কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সেগুলো দ্রম্নত নিরসনের ব্যবস’া নেয়া হবে বলে সভায় আশ্বসত্ম করা হয়। পরে একই স্থানে ২০২৪ এ উপস্থানযোগ্য সমস্যা/সম্ভাবনা/উন্নয়ন চাহিদা সংক্রান্ত্র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।