ইমরান সরকার:-গাইবান্ধায় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মাওলা (৫৫) নামের এক গম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গম বহনকারী অটোরিকশা চালক আহত হয়েছেন।
রোববার (২ জুন) বিকেলে সদর উপজেলায় বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মাওলা সাদুল্লাপুর উপজেলার লালবাজারের জামুডাঙ্গা এলাকার মৃত আকবর আলীর ছেলে।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, আজ সকালে গোলাম মাওলা গম কিনতে বাড়ি থেকে গাইবান্ধা শহরে আসেন। এরপর বিকেল সোয়া তিনটার দিকে শহর থেকে গম কিনে করে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথেই সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ডাম্প ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে অটো চালক ছিটকে পড়ে গেলেও গোলাম মাওলা রাস্তায় পড়ে যায়। এসময় অটো চালক প্রাণে বাঁচলেও ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় গোলাম মাওলা। স্থানীয়রা অটোচালককে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিক অটোচালকের পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ডাম্প ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ