মোঃ মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা জেলা প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”
অদ্য ২৮ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ "বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি, গাইবান্ধা কর্তৃক জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে দরিদ্র, নিঃস্ব ও সুবিধা বঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ২৮ এপ্রিল গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা বর্ণাঢ্য র্যালী, লিগ্যাল এই্ড মেলা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয়, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা , প্রমান্য চিএ প্রদর্শনী , বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এ উপলক্ষে সকালে আদালত প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন - জেলা লিগ্যাল এই্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো.আবুল মনসুর মিঞা । এ সময় পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফিরোজ কবির, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ , যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, জেলা বারের সভাপতি এ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, সাধারন সম্পাদক এ্যাড. জি এস আলমগীর, সিনিয়র এ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, ফেন্ডশীপ সংগঠনের জেলা সমন্বয়কারী মো. ইউনুস আলী সহ বিচার বিভাগের বিচারক, আইনজীবি, সাংবাদিক, এবং বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী গাইবান্ধা শহর প্রদক্ষিন করে এবং আদালত প্রাঙ্গনে লিগ্যাল এই্ড মেলা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয়, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করা হয়।গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন, পিপিএম মহোদয়।গাইবান্ধা জেলা পুলিশ আইনগত সহায়তা দিবস২০২৪ র্যালিতে জেলা পুলিশের সুসজ্জিত ব্যান্ডদল র্যালিকে করেছে জাকজমকপূর্ন। অপরদিকে অনুষ্ঠান জুড়ে জেলা পুলিশের নিরাপত্তা সেবা নিশ্চিত করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ