আব্দুস সালাম মিন্টু
বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার ১ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপপালতক আসামির বাড়ি হইতে হত্যাকাণ্ডের ব্যবহার ধারালো দা এবং রক্ত দাগ সম্বলিত লুঙ্গি উদ্ধারসহ নগদ ১১৫০০ টাকা উদ্ধার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দারগার খামার মাঝিপাড়া গ্ৰোমের শ্রী নিপেন চন্দ্র দাসের ছেলে শ্রী নীল বাবু চন্দ্র দাস (২৩)।
বুধবার বেলা ১২টায় নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন। এর আগে মঙ্গলবার সকাল ১০ টার সময় গাজীপুর জেলার বাসন থানার সাদুর বাজার এলাকা হইতে গ্রেফতার করে শ্রী নীল বাবু চন্দ্র দাসকে ।
প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার সময় গাজীপুর জেলার বাসন থানার সাদুর বাজার এলাকা হইতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মিলন কুমার চ্যাটার্জির এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় গ্রেফতার করে শ্রী নীল বাবু চন্দ্র দাসকে। পরে সুন্দরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে পুলিশ হেফাজতে
জিজ্ঞাসা-বাদে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে জানাযায়, মৃত আউয়াল ইসলাম (শুভ) একজন ভ্রাম্যমান বিকাশ ব্যবসায়ী সে বিভিন্ন লোকের সহিত বিকাশে লেনদেনের পাশাপাশি অনলাইনে জুয়াড়ুদের টাকা লেনদেন করে। গ্রেফতারকৃত আসামি শ্রী নীল বাবু চন্দ্র দাস সেও অনলাইন জুয়াড়ু এবং মাছ ব্যবসায়ী। ২৩ মার্চ বিকেলে সুন্দরগঞ্জ থানাধীন পূর্ব ছাপড়হাটি গ্রামে ব্যাপারী পাড়ার মোড়ে এসে লিটনের চায়ের দোকানে তার পূর্বের পরিচিত ইসমাইল সহ অন্যান্য লোকদের সাথে আড্ডা দেয়, সেখানে ইসমাইলের মোবাইল ফোন নিয়ে ১০০ টাকা করে কয়েকজন গেম লুডু বাজি খেলে। ইফতারের ১০-১৫ মিনিট আগে তার মোবাইল চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায় লুডু বাজি খেলে। পরে মৃত আউয়াল ইসলাম শুভ একটি অটোরিকশায় চড়ে বাড়ির দিকে আসে । আসামি শ্রী নীল বাবু চন্দ্র দাস ইসমাইলসহ অটোতে উঠে, ব্যাপারীর পাড়ার মোড়ে নেমে যায়। মৃত আউয়াল ইসলাম শুভ অটো যোগে মাঠের হাটে চলে যায়। তারা বেশ কিছু লোকজন বেপারী পাড়ার মোড়ে লিটনের চায়ের দোকানে বাংলাদেশ বনাম শ্রীলংকার প্রথম ওয়ানডে খেলা দেখতে থাকে রাত ৯টার পর ইসমাইল মৃত আউয়াল ইসলাম শুভকে ডেকে দোকানের বাইরে আসতে বলে অনুমানিক রাত দশটার দিকে আউয়াল মাঠের হাটের দিক হইতে আসতে থাকে ইসমাইল তাকে রাস্তায় থামায় পূর্বে পরিকল্পনা অনুযায়ী ইসমাইল আসামি নীলবাবু চন্দ্র দাসকে টাকা দেওয়ার মিথ্যা অভিনয় করে কৌশলে মৃত আউয়ালকে সেখান থেকে ৫০০ মিটার উত্তরে ভুট্টা ও ধানের জমির মানস নদীর ধারে নিয়ে আসে। ইসমাইলের কোমরের পিছনে লুকানো দা দিয়ে আউয়ালের মাথার নিচে ঘাড়ের স্বজোরে আঘাত করে সাথে সাথে মাটিতে পড়ে ছটফট করিতে থাকলে ইসমাইল দূরত্ব বুকের উপর চড়ে বসে দুই হাত দিয়ে গলা টিপে ধরে ইসমাইল ধমক দিয়ে বলে আউয়ালের পা চেপে ধর নইলে এক কবের তোরও শেষ করে ফেলব নীলবাবু চন্দ্র দাস আওয়ালার পা চেপে ধরে। ইসমাইল মরে নাই বলে দা দিয়া আউয়ালের গলার উপযুক্ত কোপে মৃত্যু নিশ্চিত করে।আসামীরা পরে ড্রেনের পানিতে নিজের হাত পা ধুয়ে নিজ নিজ বাড়ির দিকে চলে যায় ।মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পালাতক থাকা আসামিকে গ্রেফতার করা হবে।প্রেসব্রিফিং এ গাইবান্ধা জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন পিপিএম ইবনে মিজান (অর্থ ও প্রকাশন) সদস্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ধ্রুব্ জ্যোতিময় গোপ বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার এস মাহবুব আলম পিপিএম অফিসার্স ইনসা সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ