ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মনসুর আকন (৩২) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুরের ঘটনায় সকালে মনসুর নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে শত ভাগ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজন মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আজিজুল হক নামে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন।
মৃত মনসুরের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর গাজীপুর কালিয়াকৈরে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে দগ্ধ হন। মনসুরের স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।
এর আগে ১৩ মার্চ সন্ধ্যার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাসের আগুনে ৩৫ জন দগ্ধ হন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ