নাঈম গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় মো. আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে কাল হয়ে দাড়ালো পাওয়ানা টাকা চাওয়াতে প্রাণ দিতে হলো।হত্যার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব-১। বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা আসামীরা হলেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং তার ছেলে এহসানুল হক (২৪)। রাজধানীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এএসপি মাহফুজুর রহমান বলেন, ‘জমি কিনে দেওয়ার কথা বলে বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন শহিদুল। ওই টাকা ফেরত চাওয়ায় শাহাদতের ছেলে আব্দুল্লাহর সঙ্গে শহিদুলের ছেলে এহসানুলের হাতাহাতির ঘটনা ঘটে। গত ৯ মার্চ বিকাল সাড়ে ৪টায় আব্দুল্লাহ স্থানীয় মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। পরে অনুষ্ঠানস্থলের পাশে সালামের চায়ের দোকানে বসে চা-পান করেন। এ সময় আগের বিরোধ নিয়ে আব্দুল্লাহর সঙ্গে মারামারিতে জড়ান তিনি। পরে স্থানীয় লোকজন ঘটনার মীমাংসা করে দেন। সন্ধ্যা ৬টার দিকে শহিদুলের নির্দেশে তার সহযোগী রফিক এবং নুরুল ইসলাম বাঁশবাড়ী বাজারের পূর্ব পাশে সুরুজ মিয়ার টিনশেড ভবনের পেছনের ফাঁকা জায়গায় আব্দুল্লাহকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা শহিদুল ছুরিকাঘাতে আব্দুল্লাহকে জখম করেন। সেইসঙ্গে তার ছেলে মারধর শুরু করলে মাটিতে পড়ে যায়। এ সুযোগে অন্য সহযোগীরা কিল, ঘুষি ও লাথি মেরে আনন্দ করতে থাকে। এসব দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করেন স্বজনরা। পরে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।’
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ