শাব্বির আহমদ, জাতীয় সাপ্তাহিক নবদিগন্ত পত্রিকা,চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানায় বর্তমানে দায়িত্বরত অফিসার্চ ইনচার্জ, রাশেদুল ইসলামের দক্ষতা ও মেধা খাটিয়ে কঠোর পরিশ্রমের ফলে, বর্তমানে লোহাগাড়া উপজেলার আওতায়,গরু চুরি এবং ইভটিজিং এর মতো যাবতীয় কুকর্ম প্রায়ো বিলুপ্তির পথে,ইতিমধ্যে গরু চুরি সম্পুর্ন বন্ধ বললেই চলে,,এবং উনি ওনার কথার এক পর্যায়ে বলেছেন, ইভটিজিং, গরুচুরি, মাদক, কিশোরগ্যাঙ্গ ইত্যাদি বন্ধ করতে হলে,ও শান্ত সুশ্রীঙ্খল লোহাগড়া উপহার পেতে হলে, জাতি ধর্ম দলমত সাদা কালো নির্বিশেষে সর্বস্তরের জনগণকে, পুলিশের উপর আস্থা রেখে,সহযোগিতার হাত বাড়াতে হবে, এবং তিনি গুরুত্ব আরোপ করে আরো বলেন,দুষ্কৃতকারীদের সাথে কোনো আপোষ নেই, যথায় যাহা ঘটে,গোপনে পুলিশকে তথ্য দিন,তথ্য দাতার নাম টিকানা শতভাগ গোপন রাখাহবে,,তবে এদিকে লোহাগাড়ার সর্বস্তরের সাধারণ জনতা মহান সৃস্টি কর্তার কাছে দোয়া করে বলেছেন,এমন অফিসার যদি লোহাগাড়ায় দির্ঘদিন থাকতে পারে,তবে লোহাগাড়া বাসির সুন্দর জীবনযাপনে কোনো বিকল্প থাকবেনা, বর্তমান পরিস্থিতিতে, এমন বিচক্ষণ অফিসার্চ পাওয়া খুবি ভাগ্যের ব্যাপার,