সোহাগ সেন,গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের সড়ইডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী ফিরোজ আহম্মেদ মিটুর নগদ প্রায় কোটি টাকা আত্মসাৎসহ আড়াই বিঘা সম্পদ দখল করে নিয়েছে সাবেক ইউপি সদস্য স্থানীয় আওয়ামীগের প্রভাবশালী দুই নেতা ওবাইদুর মুন্সি ও তার ভগ্নিপতি ওহাব মুন্সি।। এই বিষয়ে টুঙ্গিপাড়া থানা,, গোপালগঞ্জ সেনাবাহীনি ক্যাম্প ও লিগাল এইড এ অভিযোগ করেছেন সৌদি প্রবাসী মিটু মুন্সি।।
তিনি অভিযোগ করেন - ২০০৩ সালে সৌদি যাবার পর থেকে আপন বড় ভাই স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও সাবেক জনপ্রতিনিধি ওবাইদুর তার নামে জায়গা জমি কিনে রাখার কথা বলে বায়ান্ন লাখ টাকা নগদ গ্রহন করেন কিন্তু তার নামে কোনো জায়গা জমি না কিনে নিজের নামে ও স্ত্রী কলি বেগম এর নামে জায়গা জমি কিনে রাখেন।। এছাড়া স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ওহাব মুন্সি ভগ্নিপতি হবার সুবাদে বাড়ীতে বিল্ডিং করার কথা বলে পঁচিশ লাখ টাকা ধার নিয়ে সেটা আত্মসাৎ করেন।।
সব মিলিয়ে আওয়ামীলীগের এই দুই প্রভাবশালী নেতা প্রবাসী মিটু মুন্সির একাশি লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করায় কিছুটা দেউলিয়া প্রায় এই প্রবাসি।।
প্রবাসী মিটু আরো বলেন,, আমার পিতার নামে আঠারো বিঘা সম্পদ রয়েছে সেই সুত্রে আমরা পাঁচ ভাই একবোন আড়াই বিঘা সম্পদ ভাগে পাবো।। কিন্তু আমাদের সেই সম্পত্তিও দলীয় প্রভাব কাটিয়ে দখল করে রেখে ওবাইদুর মুন্সি।।
এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ওবায়দুর মুন্সির বড় ভাবি হায়াতুন নেসা বড় ভাই আব্দুল গনি মুন্সি, সেজো ভাবি সালমা বেগম।। তারা বলেন এবিষয়ে অনেক বার শালিশ বিচার করেও কোনো লাভ হয়নি এখন অন্যান্য দলের নেতাদের ধরে তার ক্ষমতা খাটাচ্ছে।।
অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে গেলে - এই অভিযোগ অস্বিকার করেন ওবায়দুর মুন্সি ও ওহাব মুন্সি।। বলেন এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ