ফয়সাল রহমান জনি গাইবান্ধা বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে আইয়ুব আলী দুলা নামে এক ইজিবাইক চালক হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে প্রায় দুই ঘন্টাব্যাপী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাঁটা মোড়ে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভকারীরা নিহত আইয়ুব আলী দুলা হত্যাকান্ডের প্রতিবাদ ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্লোগান দেয়। এসময় বিচারের দাবীতে নিহতের স্ত্রী আসমা বেগম,ছেলে আরিফ হোসেন, বড় ভাই সাইফুল ইসলাম,গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, ইউপি সদস্য তুষার মিয়া, হালিম,স্বপন ওয়েজকুরানী,সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এদিকে বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া এসে বিক্ষোভকারীদের দাবী মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস্ত করলে তাঁরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এসময় দিনাজপুর আসনের সংসদ সদস্য গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য,আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপির পক্ষে শিবলী সাদিক এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নিহতের স্ত্রী আসমা বেগম কে পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসাবে প্রদান করেন।