ইমরান সরকার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কোচাশহর বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মূসা, বজলুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদলের আহবায়ক ফিরোজ কবির পারভেজ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বাপ্পী শেখ প্রমুখ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, শালমারা ও কোচাশহর ইউনিয়নের একমাত্র চলাচলের সড়কটির কোচাশহর বাজার অংশে দীর্ঘদিন যাবত বেহাল দশা। এ রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কের বেহাল দশার কারণে মানুষদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার অংশে সড়কটি সংস্কার আর মেরামতের নামে বার বার অর্থ ব্যয় করেও স্থায়ী কোন সমাধান হচ্ছে না। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতায় স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। তাই এবছর বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবি জানান শিক্ষার্থী ও এলাকাবাসী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ