সাদিকুর রহমান, সিলেট থেকে
“দ্য শেখ হাসিনা ইনিশিয়েটি স্মার্ট কমিউনিটি ক্লিনিক”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগরডেংরী কমিউনিটি ক্লিনিকের আয়োজনে কমিউনিটি ক্লিনিক ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালিত হয়।
শনিবার ২৬ এপ্রিল নগরডেংরী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগরডেংরী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সদরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও কমিউনিটি গ্রুপ (সিজি) এর সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পাঁচ মৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ আহমদ,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান,সিজি গ্রুপের সদস্য মোঃ সমছুর উদ্দিন, হবিবুর রহমান, মোঃ তাহির আলী, সমাজ সেবী সইদুর রহমান, নজরুল ইসলাম, স্বাস্থ্য সহকারি আলী আহমদ ,পরিবার পরিকল্পনা সহকারি লরিমা বেগম,সিজি গ্রুপের সদস্য সিতারা বেগম, দেলোয়ার হোসেন প্রমুখ।