সাদিকুর রহমান, সিলেট
গোয়াইনঘাটে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ১৫০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সিলেট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমদ, সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর ( সড়ক ও জনপথ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ অন্যান্য) গুলোর সাথে সমন্বয় করে সড়ক, গ্রামীণ রাস্তা ঘাট, কালভার্ট ও ব্রীজ সংস্কারের ব্যবস্থা নিতে বলেছেন ইমরান আহমদ এমপি।
পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং ইমরান আহমদ এমপি র নিজ উদ্যোগ থেকে মানবিক সহায়তা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ১৫০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা ( চাল, ডাল, সয়াবিন তেল, আলু) বিতরণ করেন জনাব ইমরান আহমদ এমপি, সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম স্বপন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার অলি,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল প্রমুখ।