হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ গোলাপগঞ্জের সদর ইউপির অসহায়দের বাড়িতে বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘মোহাম্মদ আব্দুল মছব্বির লস্কর স্মৃতি সংসদ' রমজানের শুরু থেকে প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায়, হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি খেজুর, বেসন, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি ডালডা ও ২ কেজি পিয়াজ।
এ বিষয়ে সংগঠনের পরিচালনা পরিষদের এক সদস্য বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা বিপদের মধ্যে আছেন। পবিত্র মাহে রমজানে অধিকাংশেরই ইফতার সামগ্রী কেনার সামর্থ্য হয় না। সারাদিন সিয়াম সাধনার পর শান্তিতে ইফতার করতে পারে সেজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে। মোহাম্মদ আব্দুল মছব্বির লস্কর স্মৃতি সংসদ' সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর রমজানকে আনন্দময় করে তুলতে চায়। সবাইকে এ পবিত্র মাসে নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী অসহায়ের সাহায্যে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ