মোঃ রাশেদ বাহাদুর।
নারায়ণগঞ্জে প্রায় অধিকাংশ এলাকায় গ্যাস সংকট এখন অন্যতম এক ভোগান্তি। বাধ্য হয়ে গ্যাসের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবীতে ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ভুক্তভোগী মানুষ। শনিবার (৮ জুন)সকালে সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পূর্ব সানারপাড়া, মনু মিয়া মার্কেট, নিমাইকাশরি,মাদানীনগর, বক্সনগরসহ আশেপাশের বিপুল সংখ্যক মানুষ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা গ্যাসের দাবীতে বিভিন্ন বিভিন্ন ধরনের শ্লোগান দেয় বিক্ষুদ্ধ জনতা।
স্থানীয়দের দাবী,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের বাসিন্দারা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করার পরও তারা বাসা বাড়িতে রান্নার চুলায় গ্যাস পাচ্ছে না। ফলে তাদের দুর্ভোগের শেষ নেই। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে।
ভুক্তভোগীরা জানায়, গ্যাস সংকট দীর্ঘ দিন ধরে চলছে। কোন সমাধান হয়নি। সারাদিন চুলায় কোন গ্যাস থাকেনা আমাদের কস্ট দেখার কি কেউ নেই। মাস শেষে নিয়মিত গ্যাস বিল দেই কিন্তু গ্যাস পাচ্ছি না। গ্যাস সংকটের কারণে আমরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসায় গ্যাস না থাকার কারনে প্রায়ই হোটেল থেকে খাবার কিনে এনে খেতে হয়। এভাবে আর কত দিন? এর একটা বিহিত হওয়া দরকার।
এদিকে, গ্যাসের দাবীতে মহাসড়ক অবরোধ করার কারণ দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, কাঁচপুর এবং সাইনবোর্ড রায়ের বাগসহ আশেপাশের এলাকায় যানযট দেখা দেয়। মহাসড়ক অবরোধে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের রাস্তার পাশে সরিয়ে দিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জকে জানান, মহাসড়কে কিছু মানুষ প্রায় ৬০ থেকে ৭০জন নেমে অবরোধ করার চেষ্টা করেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেই।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ