ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে।
গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ক্ষিদ্রমাটিয়া মুকুন্দগাতী গ্রামবাসীর উদ্যোগে (শুক্রবার ২৫ অক্টোবর) ফাইনাল নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন যমুনা নদীর তীরে নারী পুরুষ, বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান আর পানিতে বৈঠার ছলাত ছলাত শব্দে পুরো এলাকা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দু’পাড়ের হাজারো দর্শক।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ’প্রতিযোগিতাটি বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি থানার সার্কেল অফিসার রাফিউর রহমান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান ঢাকা ব্যাংক লিমিটেড বেলকুচি শাখার মনির হোসেনসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৌকাকে মোটরসাইকেল, দ্বিতীয় অধিকারী নৌকাকে ফ্রিজ পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারী প্রত্যেক দলকে, সান্তনা পুরস্কার দেওয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ