মহসিন আলম মুহিন
বছর শুরু হয় বৈশাখ মাসেতে,
গ্রীষ্মের আগমন তারি সাথে-তে।।
বৈশাখ-জৈষ্ঠ্য গ্রীষ্মের দুই মাস,
তাপদাহ, ঝঞ্ঝা, ভীতিময় চারিপাশ।।
মাঠ-ঘাট চৌচির ঝরে গাম শরীরের,
নদী-নালা শুষ্ক যে, রুক্ষতা দুপুরের।।
সাগরের গরম বাতাস, ধরার শীতল হাওয়া,
দুই মিলে তোলপাড়ে-কালবৈশাখী পাওয়া।।
মধুমাসে ফলের রসে-ভরা থাকে আঙ্গিনা,
জাম, জামরুল, আতা, কাঁঠাল, সাথে বেদানা।।
পেয়ারা, আনারস, লিচু আরও তরমুজ,
বাহারি ফলের মাস গ্রীষ্মের জৌলুশ।।
গোলাপ, বকুল, বেলি,টগর-জবার ঘ্রাণ,
মনেতে আনন্দ দেয় জাগায় প্রেমিক প্রাণ।।
ষড়ঋতুর বাংলাদেশে গ্রীষ্ম আসে রাগের বেশে,
তবু্ও তার অবদানে সবাই তাকে ভালোবাসে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯