হাসান আলী, জামালপুর:
আইনের চোখ কে ফাঁকি দিলেও কিন্তু চোখে ধুলো দিতে পারেননি চৌকস ডিবি কর্মকর্তার চোখে। দীর্ঘদিন নজরদারিতে থাকার পর ১৬ই এপ্রিল-২৫ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ মহোদয়ের নেতৃত্বে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী সিলেটপাড়া গ্রামের মোঃ সোনা মিয়া(৫৫) এবং মোছাঃ হাসিনা বেগমকে (৫০) গ্রেফতার করেন।
জানা যায় তারা বাড়িতে গড়ে তুলেছিল যেন মাদকের আখড়া। পরে দীর্ঘদিনের প্রচেষ্টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জামালপুর জেলার) এর মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামী মো: সোনামিয়া(৫০) এর দেহ তল্লাশি করে পরিহিত শার্টের সামনের পকেটে এবং বসতঘরে তল্লাশি করে মোট- ৩৫০০(তিন হাজার পাঁচশত) পিস্ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ব্যাপারে পরিদর্শক জনাব মো: নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন । এর আগে ১৫ই এপ্রিল ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ি চরপাড়া গ্রাম থেকে ৮০ পিস ইয়াবা এবং ২০০গ্রাম গাজাসহ আলী আকবর (৪৫) ও আঞ্জুয়ারা (৪০) স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেন সানন্দবাড়ির চৌকস পুলিশ সদস্য। দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে কথা বলা হলে তিনি জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
তারা বলেন এটি ডিএনসি, জামালপুরের আটককৃত সবচে বড় ইয়াবার চালান। দীর্ঘদিন যাবৎ নজরদারীতে রেখে এই ইয়াবা সম্রাটকে গ্রেফতার করা হয়। ব্রহ্মপুত্র নদীর চর অঞ্চলের দূর্গমতাকে কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ