বিকাল বার্তা প্রতিবেদক:: সিলেটে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিকাল বার্তা প্রতিবেদন িংসতার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের তিনটি থানায় ৯ মামলায় অজ্ঞাত অন্তত ১৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) সিলেট মহানগর পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করে জানায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সিলেট কোতোয়ালি থানায় হত্যাসহ ৫টি মামলা, জালালাবাদ থানায় ৩টি এবং দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলাগুলো হলো- (মামলা নং-২৮(১৭(৭)’২৪) ও (মামলা নং-২৯ (১৮ (৭)২৪) এ দুই মামলায় এজাহার নামীয় আসামি ১৭ ও অজ্ঞাত ২০০/২৫০ জন করে আসামি করা হয়েছে, (মামলা নং-৩২ (২০(৪)২৪), মামলা (নং-৩৩(২০(৭)২৪), মামলা নং-৩৪(২০(৭)২৪)। এ তিন মামলার প্রতিটিতে এজাহার নামীয় ৩৪ জন এবং অজ্ঞাত২৫০০/৩০০০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন বলেন, ৫ টি মামলার মধ্যে একটি পুলিশের গাড়ি ভাঙচুর ও অ্যাসল্ট, পোস্ট অফিস ভাঙচুরের ঘটনায় একটি, কোর্ট পয়েন্টে ভাঙচুরের ঘটনায় একটি, বিশেষ ক্ষমতা আইনে ও সাংবাদিক নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সবগুলো মামলার বাদি পুলিশ।
জালালাবাদ থানার সেকেন্ড অফিসার (এসআই) মাসুদ রানা বলেন, গত ২০ জুলাই ভাঙচুর ও অগ্নিসংযোগ, অ্যাসল্টের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো হলো-১৩,১৪, ১৫ (২০(৭)’২৪)। এসব মামলায় ৮৪ জনকে এজাহার নামীয় ও সাড়ে ৫ হাজার জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। এ যাবত গ্রেফতার করা হয়েছে ৬১ জনকে।
এদিকে, সিলেটের দক্ষিণ সুরমা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
তিনি বলেন, পুলিশ আক্রান্তের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অজ্ঞাত আরো ৪/৫শ’ জনকে আসামি করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ