মোঃ মামুন আলী ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯৭ ভাগ এ তথ্য চুয়াডাঙ্গা আবহাওয় অফিস সূত্রে জানাযায়।
ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গাছপালা, রাস্তাঘাট। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় আর তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। শীত ও ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহনগুলো।
অপরদিকে হেডলাইট জ্বালিয়ে বিলম্বে বিভিন্ন যানবাহন যাতায়াত করছে। ঘন কুয়াশার কারণে শহরে মানুষের উপস্থিতি কম থাকলেও থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেড়িয়ে পড়েছেন রাস্তায়। মাঠ ঘাটে কাজ করছেন কৃষকেরা।
এদিকে সূর্যের দেখা না মেলায় ঘন কুয়াশার কারণে শীত বেশী অনুভূত হচ্ছে। কুয়াশা ও শীতের কারণে সব থেকে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন
আয়ের মানুষগুলো । গত ৩ দিন ধরে দিনের বেলায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। এরি ফলে বেশী বয়সী ও শিশুরা ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ