,,,,,,,স্টাফ রিপোর্টার,,,,,,
মাত্র পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মিলবে চাকরি এমন লোভনীয় অফার দিয়ে এলাকার বেকার যুবকদের থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে সেই চাকরি না দিয়ে নানা টাল বাহানা করা এবং প্রদানকৃত টাকা ফেরৎ চাইতে গেলে ভুক্তভোগীর সাথে অসদাচরণ করাসহ তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এবার ঘুষখোর সেই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে মো. মিরাজুল ইসলাম সরদার নামের এক যুবক।
এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে। অভিযুক্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার (৫০) দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান এবং দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
ভুক্তভোগী এবং ঈশ্বরদী থানার অভিযোগ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের মুনশিদপুর এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মো. মিরাজুল আলী সরদার (৩৩) চাকরির সন্ধানরত অবস্থায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মৃত আজিবার সরদার এর ছেলে নুরুল ইসলাম বকুল সরদার (৫০) চেয়ারম্যান থাকাবস্থায় দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে চাকুরীর লোভ লালসা দেখায়। চেয়ারম্যান জানায় উক্ত চাকুরী স্থায়ী করনের জন্য তাকে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দিতে হবে। সেসময় চেয়াম্যানের কথায় সরল বিশ্বাসে জমি বিক্রয় করে নগদ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা তার নওদাপাড়া গ্রামস্থ বসত বাড়িতে গিয়ে তার স্ত্রীর উপস্থিতিতে প্রদান করেন। টাকা গ্রহনের পর চেয়ারম্যান জানাযন তিন মাসের মধ্যে চাকুরী স্থায়ীকরন করা হবে। কিন্তু দীর্ঘদিন সময় অতিবাহিত হলেও চাকরি স্থায়ীকরণ হয়নি। এমতাবস্থায় টাকা ফেরৎ চাইতে গেলে নানা টাল বাহানাসহ প্রাণ নাশের হুমকি দিলে ভুক্ত ভোগী তার জীবনের নিরাপত্তার জন্য ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারকে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ