শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন জেলার আগত কবিদের কন্ঠে স্বরচিত কবিতাপাঠ, কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১১টায় উপজেলার আদর্শ বিদ্যানিকেতনের হলরুমে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি রেবেকা মতিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সহ-সভাপতি আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন রুহুল আমিন।
অনুষ্ঠানে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিশদ আলোচনা করেন এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার লিটারেচার এফসাকলের জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ বেতারের গীতিকার সুলতান আহমেদ সোনা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লিয়ন ইসলাম, বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ওয়াসিম আহমেদ শান্ত, ঘোড়াঘাট ছয়ঘটি দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মোঃ আলতাফ হোসেন, ঘোড়াঘাট হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট কাসেম ইয়াসবীর, কবি নন্দিত সাহিত্য সংগঠন কবিতার মাটি বাংলাদেশ ‘র সভাপতি তাইজুল মন্ডল, সাধারণ সম্পাদক বাবু কালিপদ রায়, বগুড়া লেখক চক্রের সভাপতি রফিক ইসলাম, ঘোড়াঘাট শব্দ প্রেমী সাহিত্য সংসদের সভাপতি মোঃ আব্দুল হাদী, কবি ও লেখক ইমদাদুল হক খান, শিক্ষক ও প্রত্নতাত্ত্বিক গবেষক মোঃ আব্দুল মজিদ , কবি আমিনুর ইসলাম আকাশ, কবি শুভদীপ, কবি অনন্য রাসেল, কবি মোস্তফা আনসারী, কবি যতীন কুমার দেবনাথ, কবি দীনেশ চন্দ্র শীল, কবি আহসানুল হাবিব মন্ডল, কবি ডালিম কুমার সরকার প্রমুখ।
এদিন ঘোড়াঘাট সাহিত্য পরিষদের “স্বারক গ্রন্থ- ৭” এবং লেখক আব্দুল লতিফ রচিত ইসলামী গ্রন্থ “আল্লাহর নিষেধ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।