মোঃ আরফাতুল ইসলাম সানি চকরিয়া প্রতিনিধি: আভিযানিক সফলতা সেনাবাহিনী ও চকরিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টা যৌথ অভিযানে অপারেশন ডেভিল হান্টে অস্ত্রধারী, ডাকাত নাশকতা সৃষ্টি কারী সহ মোট ০৫(পাঁচ)জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয় এবং পৃথক অভিযানে একটি একনলা বন্দুক, ০১(এক)টি এলজি ও ০৬নং রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
নিম্মে তাদের নাম ঠিকানা দেওয়া হলঃ
1| নবী হোছাইন চৌধুরী (৪৫),পিতা- মৃত হাবিবুর রহমান,মাতা-চেমন খাতুন,সাং-কোরালখালী,বুড়ির বাপের বাড়ী ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-সাহারবিল, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার
“উক্ত নবী হোছেনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, চুরি সহ ২২টি মামলা রয়েছে। অভিযানকালে তার তথ্য মতে ১টি একনলা বন্দুক, একটি এলজি ও ০৬(ছয়) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়’’
২। সাহাব উদ্দিন(৫৭), পিতা-শামসুল আলম,মাতা-খোরশেদা,খাতুন,সাং-মাইজ কাকারা,খাদেমপারা, ০৫নংওয়ার্ড,কাকরা, ইউনিয়ন,থানা চকরিয়া,জেলা-কক্সবাজার
৩। রেজাউল করিম(৪৮),পিতা- মৃত আহাম্মদ হোসেন, মাতা- আয়েশা খাতুন, সাং-কোচ পাড়া, ৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা থানা- চকরিয়া,জেলা-কক্সবাজার
৪। মোঃ আলী (২৪), পিতা-আজগর ড্রাইভার, মাতা-ফাতেমা বেগম, সাং-মাইজ ঘোনা ৪নং ওয়ার্ড,সাহার বিল ইউপি থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার
৫। মোঃ নয়ন(২২), পিতা- বেলাল উদ্দিন,মাতা- শেফায়েতুন্নেছা,সাং রামপুর,৭নং ওয়ার্ড,সাহার বিল ইউপি, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’
উপরোক্ত আসামীদের চকরিয়া থানার মামলা মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।