চকরিয়া কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় সরকার নির্ধারিত টিসিবি'র ডিলারের গুদাম ও দোকানের তথ্য গরমিলের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসলেন টিসিবি'র যুগ্ম পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান শফিকুল ইসলাম।
শনিবার(২২ মার্চ) দুপরে উপজেলার বরইতলী রাস্তার মাথাস্থ(একতাবাজার) নিউ জুবায়ের স্টোর, হারবাং পহরচাঁদা এলাকার নিউ আব্দুল্লাহ সন্সের মুদি দোকান ও গুদাম পরিদর্শন করেন।
গুদাম ও দোকান পরিদর্শন শেষে জানতে চাইলে, যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে জানান, গুদামঘর ও দোকান পরিদর্শনে মাল স্টকের মিল রয়েছে এবং
সাইনবোর্ড সহ টিসিবির কাছে দেয়া তথ্যে উল্লেখিত ঠিকানায় নিউ আব্দুল্লাহ সন্স ও নিউ জুবায়ের স্টোরের স্থান মিল রয়েছে ।
তিনি টিসিবি পণ্য বিতরণে ডিলারদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান।
তদন্তে সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস, অফিস সহকারী মেহেদী হাসান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিউ আব্দুল্লাহ সন্স ও নিউ জুবাইর ষ্টোরের মালিক সাজ্জাদ হোসাইন ও অহিদুর রহমান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ