C tv Bangla
কক্সবাজারের চকরিয়ায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত-সহ ৬ আসামী গ্রেফতার করেছে।
থানা পুলিশের পাঠানো তথ্য সূত্রে জানা গেছে,
অদ্য-২২/০৯/২০২৪ ইং তারিখে সকাল ০৬.০০ ঘটিকা মধ্যে চকরিয়া থানা পুলিশ কতৃক বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট অভিযান পরিচালানা করিয়া দ্রুত বিচার-১৬/০২(চকরিয়া) এর ০৫(পাঁচ) বছরের সাজা পরোয়ানাভু্ক্ত আসামী-১। মনিরুল ইসলাম ছোটন, পিতা-কবীর আহামদ প্রঃ কবির মেম্বার, সাং-নোয়াপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, তারিখে চকরিয়া থানা কর্ক পারি-১৯৭/২০২১ এর ০১(এক) বছরের সাজা পরোয়ানাভু্ক্ত আসামী-২।আবদুর রহিম, পিতা-মোঃ ছৈয়দ নুর, মাতা-আনজুমান আরা বেগম, সাং-রংমহল, ইউনিয়ন-ডুলাহাজারা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৩। সিআর-৭৪৭/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী জকির আলম (৫০), পিতা-আবদুল রহমান, সাং-পুরুত্যাখালী, ০৭নং ওয়ার্, আমু পাল্লান পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। সিআর-৭৪৭/২৪(চকরিয়া) এর পরোয়ানাভুক্ত আসামী পারভীন আক্তার (৪০), স্বামী-জসিম উদ্দিন, সাং-পুরুত্যাখালী, ০৭নং ওয়ার্, আমু পাল্লান পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৫। সিআর-৭৪৭/২৪(চকরিয়া) এর পরোয়ানাভুক্ত আসামী আবদুর রহিম (২৪), পিতা-জকির আলম, সাং-পুরুত্যাখালী, ০৭নং ওয়ার্, আমু পাল্লান পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৬। সিআর-৭৪৭/২৪(চকরিয়া) এর পরোয়ানাভুক্ত আসামী এস্তেহারা (৪৫),স্বামী-জকির আলম, সাং-পুরুত্যাখালী, ০৭নং ওয়ার্, আমু পাল্লান পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদের গ্রেফতা করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইল।
চকরিয়ায় অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ