মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া কৈয়ারবিল উপজেলার লক্ষ্যাচর এলাকায় মাতামুহুরী নদীতে বালুর সেলোমেশিনের কাজ করতে নেমে জাহাঙ্গীর আলম নামে ১যুবক মৃত্য হয়।
শুক্রবার (৩১ মে)চকরিয়া কৈয়ারবিল উপজেলার লক্ষ্যাচর এলাকায় সন্ধায় ৫:৩০ সময় মাতামুহুরী নদীতে বালুর সেলোমেশিনের কাজ করতে নেমে জাহাঙ্গীর আলম (৩০)নামে ১যুবক মৃত্য হয় নিহত ব্যক্তি লক্ষ্যাচর মন্ডলপাড়া মৃত পিতা ছাবের আহাম্মদের মেজ ছেলে ।
প্রত্যক্ষদর্শী জানায় জাহাঙ্গীর আলম লোকটা
শুক্রবার সন্ধ্যায় বালুর সেলোমেশিন ডিস্টার্ব করলে তাহাকে মেশিন ভালো করার জন্য নদীর পানিতে ডুব দে সে পানির নিচ থেকে আর না উঠলে তখন স্থানীয় লোকজন তাকে পানিতে নেমে খোঁজাখুঁজি করে না ফেলে তখন চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা সারারাত উদ্ধারের কাজ করে উদ্ধার করতে পারে নাই সকাল ৫:৩০ সময় তার মৃত দেহ এমনি উঠে গেছে বলে জানায় এবং চকরিয়া থানার পুলিশ লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করে।