মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধি:
শনিবার(১৯ অক্টোবর)সন্ধ্যা সাতটায় চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির উদ্যোগে সভাপতি জামাল হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সাহেদ সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজারের সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দিন।
বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি রুহুল আমিন গাজীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, দুইজন বরেণ্য সাংবাদিক আমৃত্যু সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম করেন এসময় জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন
শেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।