মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধি:
শনিবার(১৯মে) রাত আনুমানিক ১০:৩০ সময় চট্রগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের চকরিয়া মাতামুহুরী ব্রীজ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে স্থানে ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুই জন কিশোর কলেজ ছাত্র মোহাম্মদ মোস্তফ (১৭) ও আবদুল্লাহ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মোস্তফা চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর এলাকার জিয়া উদ্দিনের পুত্র ও চকরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও অপর নিহত আবদুল্লাহ একই এলাকার ছিদ্দিক মেস্ত্রীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১০:৩০ সময় নির্বাচনী সমাবেশ থেকে মোটরসাইকেল যোগে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ মোস্তফ ও তার সহপাঠী আবদুল্লাহ চকরিয়া পৌরশহরে ফেরার পথে বিপরীতদিক থেকে আসা ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মহাসড়কের মাতামুহুরী ব্রীজ সংলগ্ন জমজম হাসপাতালে অদূরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী মোস্তফা ঘটনাস্থলে নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী আবদুল্লাহকে ঘটনাস্থল থেকে আহতবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার
(পুলিশ পরিদর্শক) মাহবুবুল হক ভূঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন,তবে দুর্ঘটনার পরপরই ডাম্পার গাড়িটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটি জব্দ করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব বলে জানায়
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ