মোঃ আরফাতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে একটি চিংড়ি ঘের ও লবণ মাঠ জবর দখলের প্রস্তুতিকালে ৪ জন অস্ত্রধারীকে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী ৫টি লম্বা বন্ধুক ও ৯৮ রাউন্ড কার্তুজ। সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার চিংড়ি জোনের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে আক্তার হোসেন (৪২), একই উপজেলার কালামারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্ঝির পাড়ার মৃত লস্কর আলীর পুত্র জয়নাল আবেদীন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ৮ নং ওয়ার্ডের আলী হোসেনের পুত্র নুরুল আমি (৩৮)কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত ওজির আলীর পুত্র নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯)
গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।