মোঃ আরফাতুল ইসলাম সানি চকরিয়া প্রতিনিধি;
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা মেধাকচ্ছপিয়া এলাকায় র্যাব-১৫ এর অস্থায়ী চেকপোস্টের তল্লাশি অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার সহ ১ মাদক
কারবারী গ্রেফতার।
র্যাব-১৫ কক্সবাজার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,যাত্রী বেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (গাজাঁ) সহ চকরিয়া সার্ভিস লিমিটেড বাসযোগে চকরিয়া হতে কক্সবাজারে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।"
উক্ত চেকপোষ্ট অভিযান চলাকালীন চকরিয়া সার্ভিস লিমিটেডের যাত্রিবাহী বাসটি (যাহার রেজিঃ নং- চট্ট-মেট্রো-ব-১১-১১৬৯) দেখে সংকেত দিলে বাসটি থামানো হয়।
এ সময় র্যাবের আভিযানিক দল বাসটি তল্লাশীর এক পর্যায়ে একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তার হেফাজতে থাকা ০২টি সাদা রংয়ের বস্তাসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা দুটি বস্তা হতে ২০ কেজি করে সর্বমোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক কারবারীর পরিচয়-
মোঃ মাহাফুজুর রহমান (২৬), পিতা-গোলাম মোহাম্মদ, মাতা-নুর নাহার বেগম,সাং-পূর্ব পদুয়া মাঝের দোকান (সৈয়দ পাড়া), ০৮নং ওয়ার্ড, পদুয়া ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। সে দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং পরবর্তীতে তা সু-কৌশলে বিভিন্ন পরিবহনে যাত্রী সেজে কক্সবাজারে নিয়ে আসতো।"
এরপর চাহিদা মোতাবেক জেলার বিভিন্ন স্থানে পাইকারি দরে বিক্রি করতো বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ