মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধি:
মঙ্গলবার (১১জুন)চকরিয়া পৌরসভা ৮নং নামার চিরিঙ্গা এলাকায় দুপুর ১: টার সময় নিজ বাড়িও তে ফ্যানের ইলেকট্রিক সুইচ তারের সাথে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়
প্রত্যক্ষদর্শী জানাই নিহত সালাউদ্দিন লিমন(২৫) চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড নামার চিরিংগা মরহুম মোস্তাফিজুর রহমান মুন্সির ছোট ছেলে সাবেক ছাত্রনেতা লিটন সিকদার ছোট ভাই সালাউদ্দীন লিমন আজ
দুপুরে নিজ বাড়িও তে ফ্যানের ইলেকট্রিক সুইচ তারের সাথে বিদ্যুস্পৃষ্ট হয়ে তৎক্ষণিক তাকে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয় সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা কর করেন। এদিকে নিহত সালাউদ্দিন লিমনের স্ত্রী আঁখি ছয় মাসের অন্তঃসত্ত্বা ও তার ইভানা নামে দুই বছর শিশু কন্য রয়েছে বলে জানান এবং এলাকায় ও পরিবারের মাঝে সুখের মাতাম নেমেছে।