মোঃ আরফাতুল ইসলাম (সানি) চকরিয়া কক্সবাজার প্রতিনিধি;
চকরিয়া থানার নবাগত ওসি শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুখের নেতৃত্বে চকরিয়ার বিভিন্ন পর্যায়ের জামায়াতে নেতৃবৃন্দ।
আজ বুধবার (২৬ মার্চ) রাতে জামায়াত নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জননেতা আবদুল্লাহ আল ফারুক চকরিয়ার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সামগ্রিক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মুসা ইবনে হোসাইন বিপ্লব, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, সাবেক উপজেলা (উত্তর) আমীর মাওলানা ছাবের আহমদ, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, মাতামুহুরি জামায়াতের সেক্রেটারি হুসনে মোবারক, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, জামায়াত নেতা ওমর আলী, মোঃ নুরুন্নবী, হাফেজ কফিল উদ্দিন, হাফেজ এহসানুল হক প্রমুখ।