মোঃ আরফাতুল ইসলাম সানি চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাইমুম ইসলাম জামশেদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি মিছিল ও পালিত হয়েছে।
বুধবার পহেলা জানুয়ারি দুপুর ১২ টায় চকরিয়া পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক সাইমুম ইসলাম জামশেদ, ও সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীনের নেতৃত্বে একটি বিশাল র্যালি ও মিছিল চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা থেকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে জনতার শপিং এসে মিছিল সমবেত হয়
এসময় মিছিলে অংশগ্রহণ করেন চকরিয়া পৌরসভার ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ও চকরিয়া সরকারি কলেজের কলেজের মহিলা ছাত্রদলের সদস্য। মিছিল শেষে প্রধান অতিথি বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার বিএনপি সভাপতি নরুল ইসলাম হাইদার, ও চকরিয়া পৌরসভার বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন
এসময় চকরিয়া পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক সাইমুম ইসলাম জামশেদ বলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করছেন, তিনি আরো বলেন এই ছাত্রদল এমন একটি সংগঠন যারা সবসময় মানুষের পাশে ছিল ও স্বৈরাচার সরকারের পতনের জন্য ভূমিকা রেখেছে। সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন বলেন চব্বিশের স্বৈরাচার হাসিনার মত নব্বই এর স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ছাত্রদল আপোষ হীন একটি সংগঠন।