মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়ায় কর্মরত তরুণ সংবাদকর্মীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে চকরিয়া প্রেস ইউনিটি। শুক্রবার (৩০ আগস্ট) এ উপলক্ষে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টারস্থ সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তন এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার চকরিয়া প্রতিনিধি এইচ.এম রুহুল কাদেরকে আহবায়ক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার চকরিয়া প্রতিনিধি শাহজালাল শাহেদকে সদস্য সচিব মনোনীত করা হয়। একই সঙ্গে সিনিয়র সাংবাদিক দৈনিক জনবাণী প্রতিনিধি জামাল হোছাইনকে উপদেষ্টা মনোনীত হয়।
অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক জনবাণী প্রতিনিধি জামাল হোছাইন, দৈনিক সংগ্রামের চকরিয়া প্রতিনিধি শাহজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি এইচ.এম রুহুল কাদের, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো. সোহেল আরমান, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মো. আরফান চৌধুরী, দৈনিক বিজয় বাংলাদেশের প্রতিনিধি মো. আরফাতুল ইসলাম, দৈনিক গণসংযোগ প্রতিনিধি মনিরুল আমিন, দৈনিক সোনালী কণ্ঠ প্রতিনিধি শফিউল করিম সবুজ, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি রিদুয়ানুল হক, দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি জিল্লুর রহমান, দৈনিক কক্সবাজার বাণী প্রতিনিধি জাহেদুল ইসলাম রুবেল, আলো আঁধার প্রতিনিধি হোসাইন মোহাম্মদ সবুজ প্রমুখ।
পরে সংগঠনের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন হারবাং গয়ালমারা দাখিল মাদরাসার সুপার ও গয়ালমারা মসজিদুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তৈয়বুর রহমান সাঈদী।