মোঃ আরফাতুল ইসলাম (সানি) চকরিয়া কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় রমজানের সময় নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখাতে প্রশাসন নড়েচড়ে বসেছে। এ জন্য বাজার মনিটরিং এর কার্যক্রম শুরু করছে উপজেলা প্রশাসন। এতে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন জনগন।
সোমবার ৩ মার্চ বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা সদরের চিরিঙ্গা সোসাইটি কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেছে। এসময় আদালত নিত্যপন্যের বাজারে পন্য মুল্য না থাকায় এবং ওজনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। চকরিয়া পৌরসভার কর্মকর্তা জহুরুল মাওলা, বাজার পরিদর্শক বশির আহমদ, স্যানেটারি পরিদর্শক মোঃ হায়দার আলী, কর্মকর্তা নাজিম উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মাহে রমজান উপলক্ষে হাটবাজারে নিত্যপন্যের মুল্যের উর্ধগতি টেকাতে উপজেলা প্রশাসন মনিটরিং কার্যক্রম জোরদার করেছে।
এরই অংশ হিসেবে সোমবার উপজেলা সদরের চিরিঙ্গা সোসাইটি কাঁচাবাজার এলাকায় দোকান ঘুরে পন্য মুল্য যাছাই বাছাই করা হয়েছে। রমজান মাস জুড়ে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হাটবাজারে মনিটরিং জোরদার করা হবে। সচেতন মহলেরা বলেন সিন্ডিকেটেরা কারসাজি জড়িত রয়েছে।
তাদেরকে আগে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।