স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ৮ টি মামলার তালিকাভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার আলমকে (৪২) গ্রেপ্তার করেছেন র্যাব-৭। ওই সময় তার কাছে থাকা ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সরোয়ার আলম উপজেলার উত্তর ঘাটচেক এলাকার মৃত বশির আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় রাঙ্গুনিয়া উত্তর ঘাটচেক থেকে ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ঘটনাস্থলের পাশের একটি সেমিপাকা ছাপড়া ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র ও মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ