স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
অদ্য-১৫/০৭/২০২৪ তারিখ লোহাগাড়া থানা প্রাঙ্গনে উপজেলার সকল গ্রাম পুলিশদের হাজিরা গ্রহন করেন অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশেদুল ইসলাম।
এসময় অফিসার ইনচার্জ মহোদয় রোলকলে সকল গ্রাম পুলিশকে জনসাধারণ যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারে সেই লক্ষ্যে চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধকল্পে সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়। পাহাড় কাটা, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নদী/খাল থেকে বালু উত্তোলনকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। মাদক ব্যবসায়ী, জুয়াড়িদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া চুরি, গরু চুরি রোধকল্পে রাত্রি বেলায় প্রতিটি এলাকায় যথাযথভাবে ডিউটি পালন করার জন্য এবং বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করাসহ বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।