স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
চট্টগ্রামের সাতকানিয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
আবদুর রশিদ, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন /
সাতকানিয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা বিস্তৃর্ণ মাঠ জুড়ে চলতি মৌসুমে সরিষা চাষ করছেন কৃষকেরা। চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকিয়ে দেখলে যেন চক্ষু জুড়িয়ে যায়। যেমন সারামাঠে কাচাঁ সোনা ছড়ানো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছরে উপজেলায় ১৭ ইউনিয়নে মোট ২শ’ ৫৯ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। গত বছর এ উপজেলাতে ১২৮ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। গতবার আবহাওয়া অনুকূলে থাকার ফলে ফলন ভালো ও অধিক লাভবান হওয়ায় এ বছর দিগুণ বেশি জমিতে সরিষা চাষ করেছেন চাষীরা।
এলাকার কৃষকেরা জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকেছেন তারা। এই বছরে ও ভালো দাম পাওয়ার আশাবাদী চাষীরা।এ বিষয়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শম্ভু নাথ দে, জানান শীতকালীন ফসল হবার ফলে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারনে সরিষার আপাততঃ কোন রোগ বালাই নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যবহার করা হচ্ছে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা তৈল উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষে সরিষা উৎপাদনে বিপ্লব ঘটানোর লক্ষে কাজ করে যাচ্ছি।
অনুকূল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে বলে জানান কৃষি সম্প্রসারণ অফিসে দায়িত্বরত কর্মকর্তারা। সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষা চাষীরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ