স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে ৮ জন আহতর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকার পূর্বে কদলখা বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে কিছু দুষ্কৃতকারীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানান হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ ও চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়নের আমান বাজারের পূর্বপাশে ৮ নম্বর ওয়ার্ডে কদলখান বাড়িতে ঘটনার দিন রাত ৩টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত একটি ছোট নীল পিকআপ নিয়ে প্রবেশ করে। তারা ওই বাড়িতে প্রবেশ করে যখন প্রস্তুতি নিচ্ছিল তখন এলাকার কিছু লোক ঘটনাটি টের পায়। পরবর্তীতে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা স্থানীয়দের হাতে ধরা পড়তে পারে এমন সন্দেহে তাদের হাতে থাকা শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আত্মরক্ষার্থে কিছুক্ষণের জন্য পিছু হটে। পরবর্তীতে এলাকাবাসী আরও বেশি সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এই সময় দুর্বৃত্তরা পার্শ্ববর্তী একটি সেতুর উপর থেকে এলাকাবাসীকে লক্ষ্য করে ফের গুলি ছুড়ে। এই সময় ডাকাতদলের সদস্যদের ছোড়া গুলিতে ৮জন স্থানীয় বাসিন্দা আহত হয়।
তারা হলেন- ফারহান, তৌহিদ, বাস্সু, রমজান, রামি, আবিদ, নাহিয়ান ও জুয়েল। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ