মাসুদ পারভেজ:
চট্টগ্রাম নগরের হালিশহরের ঈদগাহ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম নগরের হালিশহরের ঈদগাহ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের হালিশহরের ঈদগাহ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল পুড়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে গ্যারেজে আগুন লাগে। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে গ্যারেজে আগুন লাগে।
পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে নেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ১৯টি অটোরিকশা পুড়েছে। পাশাপাশি একজন ব্যক্তি আহত হয়েছেন।
গ্যারেজের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত গ্যারেজে আসেন। পরে একটি অটোরিকশা বের করতে পেরেছেন। বাকিগুলো চোখের সামনেই পুড়ে অঙ্গার হয়ে গেছে। গ্যারেজে ১০ জনের সিএনজিচালিত অটোরিকশা ছিল। সবাই পথে বসেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ