নুরুল কবির, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতী বন্যপ্রাণী হুমকির মুখে। চুনতীর বন বিভাগের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নানা কারণে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্ট যেসব বন্যপ্রাণী আছে, তাও বর্তমানে হুমকির মুখে রয়েছে। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, বনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাব, বৃক্ষ নিধন, বনের মধ্যে নির্বিচারে আগুন ও বসতবাড়ি নির্মাণ করার ফলে দিন দিন জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। নানা কারণে বন থেকে বন্যপ্রাণী বিলুপ্ত হতে চলছে। এদিকে, বনের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়ায় বন্যহাতি চুনতী রেঞ্জের বিভিন্ন লোকালয়ে এসে লোকজন ও বাসা-বাড়িতে আক্রমণ করছে। পাশাপাশি লোকালয়ে তা-ব চালাচ্ছে বানর। বানর লোকালয়ে এসে কৃষি ফসল সাবাড় করে ফেলছে। শিম, পেঁপে, আতাফল, পেয়ারা, কলাসহ বিভিন্ন রোপণকৃত ফল খেয়ে নষ্ট করছে। স্থানীয়রা জানান, বানর ও হাতীর জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ। কিছুক্ষণ পরপর বানর হাতী এসে ফলমূল নষ্ট করে ফেলছে। ঘরের টিনে বানর ও হাতী যাতায়াত করতে করতে সব নষ্ট করে ফেলেছে। একদিকে বন্যহাতির তান্ডব অন্যদিকে বানরের জ্বালায় অতিষ্ঠ স্থানীয়রা। চুনতী বন রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বক্তব্য নিতে গেলে সাংবাদিক এসেছে শুনে তারা পালিয়ে যায় বলেন উক্ত প্রতিনিধি ,এই বিষয়ে সচেতন মহল বলেন বন্যপ্রাণী হলো আমাদের বনজ সম্পাদ। বন্যপ্রাণী দ্বারা কোন মানুষ হত্যা, আহত হওয়া বা কোন ধরনের ঘর-বাড়ি বিনষ্ট হলে সরকার তা পুষিয়ে দেয়ার বিধান রয়েছে।
তিনি আরও জানান, হাতি লোকালয়ে আসার ফলে চলতি মাসে মাইকিং করে সাধারণ লোকজনকে সর্তক করা হয়েছে
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ