মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নির্মাণাধীন একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের হিমাগারে এই আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাতটি ইউনিট।
আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এক্সেস রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাশের ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মালেক।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তিনটি স্টেশনের সাতটি ইউনিট।
এর মধ্যে আগ্রাবাদ স্টেশন থেকে তিনটি, চন্দনপুরা স্টেশন থেকে দুটি এবং লামার বাজার স্টেশন থেকে দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।