মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ডায়ালোসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করা সেই মোস্তাকিমকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানা পুলিশের বিরুদ্ধে করা মামলাটি খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন শুনানি হয়েছে। আজ সোমবার ৪ মার্চ মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রামে রিভিশন শুনানি হয়। তবে শুনানি শেষে আদেশের জন্য রাখেন আদালত।
শুনানিতে অংশ নেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফের কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান। এতে আরো অংশ নেন, মোস্তাকিমের আইনজীবী এডভোকেট গোলাম মাওলা মুরাদ, মানবাধিকার আইনজীবী সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট হাসান আলিসহ বিপুলসংখ্যক মানবাধিকার আইনজীবীবৃন্দ। হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফের কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, খারিজের বিরুদ্ধে ফৌজদারী রিভিশন মামলা নং-২০৩/২৪ টির আজ শুনানি হয়েছে। আদেশ পরে দেওয়া হবে, পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন মোস্তাকিম।
তদন্তে ঘটনার সত্যতা পাননি বলে আদালতে রিপোর্ট দেওয়া হয়। মামলাটি আদালত খারিজ করে দিলে এই আদেশের বিরুদ্ধে ফৌজদারী রিভিশন মামলা দায়ের করেন। আজ এই মামলার শুনানি ছিল।