ইমাম হোসেন ইমন (চট্টগ্রাম প্রতিনিধি)
চট্টগ্রাম বন্দর নগরী দক্ষিণ মধ্যম হালিশহর সিমেন্ট ক্রসিং বড় বাড়ি সংলগ্ন এলাকায় ফ্ল্যাট বিক্রি করার নামে চেক দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, প্রতারক মোঃ রহিম মানিষা দম্পতি।।
মোঃ নজরুল ইসলাম, বয়স ৩৭ কর্ণফুলী ইপিজেড, বিক্রয় ও বিতরণ বিভাগ হালিশহর পিডিবি, লাইন সাহায্যকারী, কর্মরত আছেন চট্টগ্রাম, বাসা, পতেঙ্গা মাইজপাড়া ৪১ নং ওয়ার্ড পিতা মৃত্যু বীর মুক্তিযোদ্ধা, বাদশা মিয়া, মাতা, মৃত্যু নুর জাহান বেগম,
থানা ইপিজেড জিডি নং ২৬- ফ্লাট দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, মোঃ রহিম পিতা, আলম, অভিযুক্তকারীর স্ত্রী, ১/ মানিষা- বয়স ৩৫, পিতা মৃত্যু, নজির আহাম্মদ মাতা আলতাজ বেগম, স্বামী, মোঃ রহিম, সান সিমেন্ট ক্রসিং বড় বাডি মোঃ আলমের বিল্ডিং নামে পরিচিত চট্টগ্রাম, মানিষার স্বামীর নিকট টাকা পাইবো টাকার জন্য, তাহার স্ত্রী মানিষার কাছে টাকা চাইতে গেলে ১২-১-২০২৪ ইং বাম চোখে লোহার রড়দিয়ে, আঘাত করে, টাকা দিবে দিবে বলে যে সময় নিয়েছে তাহার পরেও এক বছর হয়ে যায়, বিবাদীনি টাকা দিবেনা বলে উল্টা গালাগালি এবং জানে মেরেপেলার হুমকি দিচ্ছে, মোঃ রহিমের চেক টাকা চারা ফেরত দিতে হবে, না দিলে মামলা দিয়ে ফাঁসি দিবে বলে, হুমকি দিচ্ছে, বিদ্যুৎতে বকেয়া লাইন মিটার লাগানো গ্রাহকের অভিযোগে গেলে বিভিন্ন এলাকায় সরকারি কাজে বাধা সৃষ্টি করে অজ্ঞাত ৬/৭ জন কে নিয়ে, যে কোন সময় জানে মেরে ফেলার ছমকেউ প্রদান করে, তিন বছর যাবত ইয়াবা ব্যবসা এবং হোটেলে গিয়ে দেহ ব্যবসা করে আসছে,, মানিষা স্বামী মোঃ রহিমের নামে চেকের ১৩ লক্ষ টাকার গ্রেফতারী ওয়ারেন্ট রয়েছে সি আর মামলা নং ১০১০/২৩ কতোয়ালী মানিষার নামে ১২ লক্ষ টাকার মামলা আছে, মামলার নম্বর-সিআর ১০০৯/২৩, ২�
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ