মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আগামী ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপীশিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে। সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ ধাম পুণ্য তীর্থ হিসেবে পরিচিত। প্রতিবছর এ মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সনাতন ধর্মালম্বী পুণ্যার্থীরা যোগ দেন। এ বছরও মেলায় ১০ লাখের অধিক তীর্থ যাত্রীর সমাগম হবে বলে জানিয়েছেন মেলা কমিটি। প্রায় ৫০০ বছর পূর্বে ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথ ধাম ঘিরে শুরু হয় শিব চতুর্দশী মেলা। মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটি ও মেলা কমিটির সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন। তিনি বলেন, মেলায় মাদক ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসন সতর্ক থাকবে। বাড়বকুণ্ডের বাড়বানল তীর্থ, ছোট দারোগাহাটের লবণাক্ষ তীর্থএবং সীতাকুণ্ড ইকোপার্ক দিয়ে চন্দ্রনাথে যাওয়ার পথে তীর্থযাত্রীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না। চন্দ্রনাথ ধামে আগত তীর্থযাত্রীরা যাতে সুন্দরভাবে তীর্থ সম্পন্ন করতে পারে তাতে সব ধরনের সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলার কার্যকরী কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলাম জানান, মেলা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সীতাকুণ্ড রেল স্টেশনে যাত্রীবাহী প্রতিটি ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে দাঁড়াবে। এছাড়া মেলাঙ্গণের প্রায় দেড় কিলোমিটার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।।