মোহাম্মদ ছিদ্দিক
সাতকানিয়া চট্টগ্রাম ।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাঠের উওরে তেমুহনি এলাকায় মহাসড়কের উপর দিয়ে ছুটে চলছে ঢাকা কক্সবাজার কক্সবাজার ঢাকার ট্রেন গুলো ট্রেন চলছে ঠিকই কিন্তু সড়কের অবশিষ্ট কাজগুলো শেষ না করায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই আকাশ বাতাস দূষিত করে তুলছে রোডের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত আবর্জনা গুলোর কারনে
বিশেষ করে স্কুল কলেজ ছাত্র-ছাত্রী আসা যাওয়া এবং শিশু বৃদ্ধ বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে কষ্ট বহুগুণ বেড়ে যাচ্ছে স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি এই কষ্ট তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আনেক দিন হয়েছে এরপরও কষ্টের শেষ দিন টা কবে শেষ হবে তারা তা জানতে চাই
এবং স্থানীয় ড্রাইভার এবং ঢাকা কক্সবাজার এই সড়কে চলাচল করা ড্রাইভার এবং যত্রীদের এইক কথা কবে পাবে তারা মুক্তি কবে পাবে তারা স্বস্তি
কতৃপক্ষের সুদৃষ্টি দিয়ে অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় সংসদের সহ জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছে।