স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী
লোহাগাড়া উপজেলার আওতাধীন পদুয়া তুলাতলি সংলগ্ন মার্কেটে আটটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর)আজ বিকাল ৪ চারঘটিকার সময় এই আগুন লাগার সুত্রাপাট ঘটে। লোহাগাড়া ও সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খরব দিলে সাথে সাথে ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয় ।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলো যথাক্রমে নুরুল আলমের দুটি দোকান মোটর পার্টস, রহমত উল্যাহ দুটির মধ্যে একটি গ্যাসের দোকান , একটি তৈলের দোকান, আনোয়ার রাইচ, জহির উদ্দিন মোটর সাইকেলের দোকান ও তারেকের পার্টসের দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটর সাইকেল ওয়ারলিং, অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।দোকানের মধ্যে রয়েছে, গ্যাস সিলিণ্ডারের দোকান, অকটেন, চালের আড়ত, সিএনজি এবং মোটরসাইকেল ওয়ার্কশপ ও মোটরস পার্টসের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারসময় ওই মার্কেটে হঠাৎ আগুন দেখতে পাই তারা। এই মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আটি দোকান পুড়ে যায়। আগুন লাগার ঘটনা ঘটলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দু ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দোহাজারি হাইওয়ে পুলিশের টিম খবর পেয়ে দ্রুত গতিতে এসে যান চলাচল স্বাভাবিক কাজ করতে সব কম হয়।
ক্ষতিগ্রস্থ নুরুল আলম জানান, আমার দুটি পার্টসের দোকান আগুন লেগে সব পুড়ি ছাই হয়ে যায়। আমি কোন কিছু বের করতে পারি নাই।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান জানান, ঘটনাটি শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।