নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্ৰাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম বন্দরের আয়ের ১ শতাংশ নগর উন্নয়ন তহবিলে বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার টাইগারপাস নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। মেয়র বলেন, সিটি কর্পোরেশন নির্মিত সড়কগুলো বন্দরের ভারী যানবাহনের চলাচলে ক্ষতিগ্রস্ত হয়। এগুলো মেরামতে চসিকের অধিকাংশ রাজস্ব ব্যয় হয়ে যায়, ফলে অন্যান্য উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ কঠিন হয়ে পড়ে।
মেয়র আরও জানান, বন্দরের আয়ের ১% চসিককে বরাদ্দ দিলে সড়ক অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন খাতে সিটি কর্পোরেশন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে, যা বন্দরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে।
বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান কর্ণফুলী নদীর নাব্যতা সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, চসিকের বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি জরুরি। তিনি একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নেরও আহ্বান জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ