আবু তাহের নুরুল কবির, বিশেষ প্রতিনিধি: চট্রগ্ৰাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য সাতকানিয়ার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। দায়িত্ব পালন করেছেন বহু স্বনামধন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে। দেশ-বিদেশে তার শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত ব্যবসায় প্রশাসন বিষয়ক ১৫টি গ্রন্থ অনার্স এবং মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে পঠিত হচ্ছে। তাঁর জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে। কাঞ্চনা হাইস্কুল মাধ্যমিকের পর চট্টগ্রাম কলেজে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা এবং গবেষণা সম্পন্ন করেন।